নাছির উদ্দিন চৌধুরী ওরফে ‘শিবির নাছিরের’ বিরুদ্ধে জোড়া খুন, চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র আইনের মামলা ছিল ৩৬টি । একে একে খালাস পান ৩১টি মামলায়। দুটিতে সাজা হলেও আগে কারাভোগে শেষ হয়ে যায়। আছে আর তিনটি মামলা। এর মধ্যে দুটি মামলায় আগে থেকে জামিনে ছিলেন। সর্বশেষ আজ রোববার জামিন পান আরেকটিতে। এরপর সন্ধ্যা সাতটার দিকে নাছির চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। র্যাব-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নাছির একসময় শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ‘শিবির নাছির’ নামের পরিচিত হয়ে ওঠেন।
আরও জানতে বিস্তারিত পড়ুন