ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর স্থানীয় সরকারের নির্বাচিত সংস্থাগুলোর কার্যক্রমে মারাত্মক অচলাবস্থা দেখা দিয়েছে। প্রথম আলোর খবর থেকে জানা যায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১২৯ কাউন্সিলরের মধ্যে ১১৮ জনই আত্মগোপনে আছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস ৩ আগস্ট গোপনে দেশত্যাগ করেন। উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম দেশে থাকলেও আত্মগোপনে আছেন। অর্থাৎ মেয়র ছাড়াই চলছে দুই সিটি করপোরেশন। এ অবস্থায় দেড় কোটি মানুষের ঢাকা শহরের বাসিন্দাদের সেবা পেতে মারাত্মক সমস্যা হচ্ছে।
আরও জানতে বিস্তারিত পড়ুন