ঢাকাই সিনেমার আলোচিত–সমালোচিত নায়িকা পরীমনি। তিন বছর আগে, অর্থাৎ ২০২১ সালের ৮ জুন রাজধানীর বোট ক্লাবে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলেছিলেন নায়িকা। এ অভিযোগে মামলাও করেছিলেন। এর পর থেকেই পরীমনির বোট ক্লাব–কাণ্ড টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল। সংবাদ সম্মেলন করে তাঁর সঙ্গে হওয়া হেনস্থার বর্ণনাও দিয়েছিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা। যদিও এ বিষয়ে মুখ খুলে উল্টো ফেঁসে যান পরীও। পরীমনির বাসায়ও চালানো হয় অভিযান। সেটি তিনি লাইভ করে ভক্ত-অনুরাগীদেরও দেখিয়েছিলেন।
আরও জানতে বিস্তারিত পড়ুন